শিশু অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধিনে জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে ও উপজেলা প্রশাসন, তিতাসের সহযোগিতায় গাজিপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে শিশু মেলা ২০১৮এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো: আমির হোসেন এমপি বলেন শিশুরাই হচ্ছে আগামীদিনের নেতা, এই শিশুরাই হবে সমৃদ্ধ বাংলাদেশের কর্ণধার। তিনে বলেন ২০৪১ সনের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার উপযোগী মানুষ গড়ার জন্য শিশুদের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী নেতৃত্বে সরকার বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করছে। এর মধ্যে তিনি কমিউনিটি ক্লিনিক, জানুয়ারি মাসে নতুন বই দেয়া, মাল্টিমিডিয়া ক্লাশ রুম, শিক্ষা সহায়তা এবং বাল্য বিবাহ বন্ধের উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বিভিন্ন উন্নয়নের জন্য প্রয়োজন সন্ত্রাস, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ। তিনি শিশু অধিকার নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
মোছাম্মৎ রাশেদা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, তিতাসের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন মীর হোসেন আহসানুল কবীর, সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা, মো: কামরুল হাসান মিতু, উপজেলা কৃষি কর্মকর্তা, তিতাস এবং মো: আবদুল বাতেন, অধ্যক্ষ, গাজিপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। আরো উপস্থিত ছিলেন ডা: মো: নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মো: আবদুল আউয়াল, উপজেলা শিক্ষ অফিসার, তিতাস প্রমূখ। সমাপনী অনুষ্ঠানের পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সংবাদ সূত্র: সিটিভি নিউজ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস